যশোরকে নিরাপদ রাখার লক্ষ্যে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৭

ছবি সমসাময়িক
  কে.এম আলী (বিশেষ প্রতিনিধি)।। যশোরকে নিরাপদ রাখার লক্ষ্যে নবাগত পুুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, (বার), পিপিএম মহোদয় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে ৭ ফেব্রুয়ারি (রবিবার) যশোর জেলা পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন এবং যশোর চেম্বার অব কমার্স ও ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে এক মতবিনিময় সভা করেন। এ সময় পুলিশ সুপার নিরাপদ যশোর গড়ার লক্ষ্যে সবার অংশীদারিত্বের ভিত্তিতে পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যশোরের সকল ধর্মের, বর্ণের ও গোত্রের মানুষ নিরাপদে বসবাস করতে পারে তার জন্য তিনি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করবেন। এ সময় তিনি পরিবহণ সেক্টরে বিশৃঙ্খলা , অনিয়ম, চাঁদাবাজি প্রতিরোধসহ অন্যান্য অপরাধ দমনে কঠোর পুলিশিং ভূমিকা নিশ্চিত করা, বানিজ্যের ক্ষেত্রে টেকসই পরিবেশ করা। ব্যবসায়ীদের সাথে নিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করা ও যশোরকে নিরাপদ রাখার লক্ষ্যে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সাথে আইননানুগ ব্যবস্থা গ্রহন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মূল্যবান মতামত দিন: