সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১ ১২:১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১ ১২:১০

ছবি সমসাময়িক
 

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।

গাজীপুরের টঙ্গীতে দৈনিক সকালের সময় পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও শুনিজন সংবর্ধনা অনুষ্ঠান গত ২৪শে জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাব হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনধি শেখ রাজীব হাসানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে, ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম, এ হায়দার সরকারের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক কালীমুল্লাহ ইকবালের সঞ্চালনা ও বিডি প্রভাত অনলাইনের সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কাজী রফিকের পরিচালনায় প্রধান অতিথি আসন অলংকৃত করেন জিসিসি ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক আবদুল্লাহ আল-মামুন মন্ডল। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা টেলিভিশনের সিইও ও উত্তরা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি শেখ মনিরুজ্জামান জুয়েল আনান্দ, চ্যানেল ফোর টেলিভিশনের ব্যাবস্থাপণা পরিচালক মাসুদ সরকার, চ্যানেল সিক্সের ব্যাবস্থাপনা সম্পাদক তুহিন সারোয়ার, দৈনিক নওরোজ পত্রিকার পত্রিকার কান্ট্রি এডিটর মনসুর আহমেদ, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী মনজুর, আল-কারীম ইসলামী হাসপাতালের ব্যাবস্থাপণা পরিচালক মোঃ মিজানুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল কবির রাজিব, দপ্তর সম্পাদক মাকসুদ আহমাদ রবিন, শাহাজাহান শোভন, একেএম পলাশ জলিল, জাহাঙ্গীর আকন্দ, সুজন সারোয়ার, হুমায়ুন কবির বাপ্পী, ফরিদ আহমেদ নয়ন, আরিফ চোধুরী, রায়হান আহমেদ, রানা, আনু হাসান, দুর্জয় রায়হান, কাজী সোহাগ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান আলোচক আবদুল্লাহ আল মামুন মন্ডল বলেন, আমি প্রধমেই ধন্যবাদ জানাই দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নুর হাকিম ও পত্রিকার কর্মরত সকলকে যাদের কর্মদক্ষতায় সকালের সময় পত্রিকা সাধারন মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। সকালের সময় পত্রিকায় যেই ভাবে দেশের গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে তথ্য বহুল সংবাদ প্রচার করছে তা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমাদের দেশ নদী মাতৃক দেশ। দেশের বিভিন্ন নদী নিয়ে যে সকল ফিচার নিয়মিত প্রকাশিত হচ্ছে তা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদকের সুস্থতা কামনা করছি এবং পত্রিকার সার্বিক সমৃদ্ধি ও শুভকামনা করছি। সেই সাথে এমন একটি প্ত্রিকায় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় ফুল দিয়ে অতিথি বরণ ও কেক কাটা ও আলোচনা শেষে গুনিজনদের সম্মাননা স্বারক প্রদান।


আপনার মূল্যবান মতামত দিন: