
এম. ওয়াজেদ আলী,যশাের প্রতিনিধি।।
সড়ক দুর্ঘটনা প্রতিরােধে যশাের-সাতক্ষীরা মহাসড়কের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মাটি অপসারণ করেছে রামনগরের স্থানীয় কিছু মাটি ব্যবসায়ী। সােমবার সকালে যশাের-সাতক্ষীরা মহাসড়কের রাজারহাট হাতিপােতা মােড় থেকে কানাইতলা পর্যন্ত স্থানীয় মাটি ব্যবসায়ী জিল্লুর রহমান, পাঞ্জু হােসেন, শাহাজান বিশ্বাস, আরিফ হােসেন এর উদ্দোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, সােমবার সকাল আনুমনিক ১১টার দিকে যশাের-সাতক্ষীরা মহাসড়কে চলাচলরত কর্দমাক্ত মাটি বােঝাই ট্রলি থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়া মাটি অপসারন কার্যক্রম শুরু করেন স্থানীয় মাটি ব্যবসায়ীরা। ইতিপূর্বে সড়কের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা এসব মাটির কারনে একাধিক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে, রামনগরের স্থানীয় কিছুসংখ্যক মাটি ব্যবসায়ীরা তাদের নিজ উদ্দ্যোগে এ কার্যক্রম পরিচালনা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তাদের এ কার্যক্রম দেখে অন্য মাটি ব্যবসায়ীরাও যেন এ. কার্যক্রম পরিচালনা করেন। তাদের কার্যক্রম দেখে রাস্তায় চলাচলরত জনসাধারন ও গাড়ীচালকেরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ কার্যক্রম যেন অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মূল্যবান মতামত দিন: