কুমারখালীতে শষ্যক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১ ০৯:১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১ ০৯:১৮

ছবি সমসাময়িক

মোঃ সবুজ হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন ভড়ুয়াপাড়া গ্রামের শষ্যক্ষেত থেকে আমিরুল ইসলাম ওরফে সবুর (৪৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত্যু ব্যাক্তিটির নাম আমিরুল ইসলাম সবুর(৪৬)সে একজন কৃষক। উপজেলার বাগুলাট ইউনিয়ন ভড়ুয়াপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তার পরিবার জানান, সবুর রাতে বাসা থেকে বের হয়ে যায়। আর বাসায় ফিরে আসেনি। সকালে তার লাশ পাওয়ার খবর পায়। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, সকালে এলাকাবাসী ভড়ুয়াপাড়া গ্রামের শস্যক্ষেত মাঠে এক ব্যক্তির মৃতদেহ অপর হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, লাশের গায়ে কোন আঘাতের বা চিহ্ন নেই। লাশটি শীতে অনেক শক্ত হয়ে গেছে। তবে পোস্ট মর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।




আপনার মূল্যবান মতামত দিন: