
মোঃ মানছুর রহমান (জাহিদ)
খুলনা থেকে।।
খুলনা জেলার পাইকগাছা থানাধীন হরিঢালীতে ২৪শে জানুয়ারি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিট পুলিশিং সভায় মাদক, জঙ্গিবাদ,সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা করা হয়। রবিবার দুপুরে হরিঢালী ইউনিয়ন পরিষদে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফি। বিট পুলিশিং সভায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি এজাজ শফি বলেন মাদক, জঙ্গিবাদ-সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ সহ যে কোন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পাইকগাছা থানা পুলিশ সর্বদা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। যে কোন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনসচেতন মহলকেউ এগিয়ে আসতে হবে। যেখানে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে, তার তথ্য পুলিশকে জানালে পুলিশ সাথে সাথে সেই অপরাধ কর্মকাণ্ডের প্রতিরোধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান। উক্ত বিট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন হরিঢালী ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান, পুলিশিং কমিটির সভাপতি সম্পাদক, স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মূল্যবান মতামত দিন: