
কে.এম আলী, বিশেষ প্রতিনিধি।।
মুজিববর্ষ উপলক্ষে ২৩ জানুয়ারী শনিবার সকাল ১০.৩০টায় ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় ৬৬১৮৯টি পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। অভয়নগর উপজেলা ইউএনও নাজমূল হুসেইন খাঁ’নের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়াম্যান ডাঃ মীনারা পারভীন, পৌর মেয়র সুশান্ত কুমার দাশ(শান্ত), উপজেলা আওয়ামীলীগ নেতা গাজী নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কে.এম রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী কামরুল ইসলাম হাওলাদার, পল্লী বিদ্যুৎ-২’র ডিজিএম প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অভয়নগর রিপোর্টাস ক্লাবের সভাপতি কাজী মোস্তাক আহমেদ, সাঃ সম্পাদক মোল্যা দবির উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কর্মসূচীর আওতায় অভয়নগর উপজেলার ৫৭টি গৃহহীন পরিবারের মধ্যে সনদপত্র, দলিল ও ডিসিআর প্রদান করা হয়।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, আজকের উৎসব গৃহহীনদের গৃহ প্রদান উৎসব। আমরা সমগ্র দেশবাসীসহ উপজেলা প্রশাসনের মাধ্যমে মুজিব বর্ষে একটি পরিবারওম গৃহহীন ও ঠিকানা বিহীন রাখবনা। সারা বিশ্বে এভাবে একসাথে এত সংখ্যক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ বিতরণ কোন রাস্ট্রের এটাই প্রথম।

আপনার মূল্যবান মতামত দিন: