মনিরামপুরে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১ ০১:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১ ০১:৫৬

ছবি সমসাময়িক
  মনিরামপুর প্রতিনিধ।। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের রোগ মুক্তি কামনায় মনিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন সুলতান সাদাবের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে হুমায়ুন সুলতান সাদাব সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সুকৃতি বিশ্বাস, শ্রমিকলীগ নেতা বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন প্রমূখ। সভা শেষে নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রেজিস্ট্রি মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।


আপনার মূল্যবান মতামত দিন: