
মোঃ মানছুর রহমান (জাহিদ)
খুলনা থেকে।।
বাগেরহাটের ফকিরহাটে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুসে ব্লক প্রদর্শণী স্থাপনের মাধ্যমে হাইব্রীড জাতের বোরো ফসলের সমলয় চাষাবাদে এর নিমিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৮ জানুয়ারী দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদসুজা, মহিলা ভাইসচেয়ারম্যান তহুরা খানম, বেতাগা ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম। এসময় উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: বিল্লাল হোসেন, বিপুল পাল, বিপ্লব দাশ, দেবদাস বালা, অভিজিৎ গাইন, সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকগন উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: