
ছবি সমসাময়িক
মোঃ ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধিঃল।। যশোরের কুয়াদায় মণিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের জামাজামি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মোল্ল্যা মঙ্গলবার ভোর ৫,৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না- লিল্লাহি রাজিউন)। জানাযায়, দীর্ঘযাবত তিনি শারিরীক ও মানুষিক ভাবে অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ তিনি সোমবার দিন মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে অাক্রান্ত হয়ে তিনি মারা জান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যু কালে তিনি স্ত্রী, দু’সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার জোহরবাদ বীরমুক্তিযোদ্ধা এরশাদ অালী মোল্যার জানাজার নামাজ জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধার এরশাদ অালী মোল্যার মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ। মরহুমের জানাজা নামাজের শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম বীরমুক্তিযোদ্ধা এরশাদ অালী মোল্যার নামাজের জানাজা উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা ০৩ নং ভোজগাতী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অাব্দুল রাজ্জাক ইউপি সদস্যবৃন্দ ও স্হানীয় মুসল্লীগণ।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: