নওয়াপাড়ার প্রেস ক্লাবের সভাপতি আসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১ ০৫:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১ ০৫:৫০

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪.৩০ মিনিটে ঢাকা ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকার করেছেন-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আসুস্থ অবস্থায় তিনি বেশ কিছুদিন এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আসলাম হোসেন নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিরও সভাপতি ছিলেন। তার মৃত্যুর সংবাদে সাংবাদিক মহল-সহ নওয়াপাড়ার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। করোনা আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইডে চিকিৎসাধীন ছিলেন তিনি। পারিবারিক সুত্রে জানা যায়, মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ মাগরীব নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে এবং দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি শংকরপাশা নূরানী মাদ্রাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: