সতীঘাটায় শুকতারা ইন্টারন্যাশনাল'র হ্যান্ড রাইটিং প্রজেক্টের সফল ব্যক্তিদের মাঝে নদত অর্থ প্রদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১ ১৪:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১ ১৪:২৯

ছবি সমসাময়িক
দৈনিক সমসাময়িক ডেস্ক।। যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন সতীঘাটা নতুন বাজারে শুকতারা ইন্টার ন্যাশনাল হ্যান্ড রাইটিং প্রজেক্টের কল্যাণে প্রথম পর্বের সফল ব্যক্তিদের মাঝে নদত অর্থ প্রদান করা হয়। নিবার বিকালে সতীঘাটা নতুন বাজারে সফল ব্যক্তিদের মাঝে এ অর্থ প্রদান করেন,প্রজেক্ট কো-অর্ডিনেটর শুকতারা ও জয়ন্ত রায়। সফল ব্যক্তিরা হলেন,সতীঘাটা কামাল পুর গ্রামের সুজয় বিশ্বাস,তোলাগোলদার পাড়ার পলাশ বিশ্বাস, নড়াইলের সুমিত হাসান,মনিরামপুরের সৈয়দ অালী,ঝিকরগাছার মাহমুদ হাসান, মিতুরানী পাল যশোর ভেকুটিয়া, শামীমা নাসরিন মুক্তা শার্শা য়শোর চাচঁড়া ভাত ভাতুড়িয়ার রাসেল হোসেন প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: