অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১ ১৪:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১ ১৪:৩৮

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। যশোরের অভয়নগরে নওয়াপাড়া জুট মিলের সামনে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে এ দুর্ঘটনায় মটর সাইকেলের আরোহী দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খুলনামুখী একটি পালসার(নড়াইল ল ১১-২৫০৭) মোটরসাইকেলের সাথে একই দিকে যাওয়া ট্রাকের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। এতে নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের পঁচিশা গ্রামের মোঃ আতিয়ার মোল্যার পুত্র মোঃ রানা মোল্যা(২৪) ও একই এলাকার হালিম হাওলাদারের পুত্র নাসিম(২২) ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম বলেন, রাস্তার উভয় পাশে মালামাল লোড করে ওয়েব্রীজে সিরিয়াল পাওয়ার জন্য অসংখ্য ট্রাক দাড়িয়ে ছিল, যার ফলে রাস্তা সংকুচিত হয়ে এ দূর্ঘটনা ঘটেছে।


আপনার মূল্যবান মতামত দিন: