যশোরে রামনগর ইউনিয়নের কামালপুর আ.লীগ কর্মী মোন্তাজ'র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১ ১৭:১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১ ১৭:১৫

ছবি সমসাময়িক
  এম ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধি।। যশোর সদরের রামনগর ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড কামাল পুর অাওয়ামীলীগের সদস্য মোন্তাজ পাটোয়ারী(৫৬) ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন)। জানা যায় তিনি শনিবার বিকালে হঠাৎ শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে, তার পরিবার তখন তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালে হঠাৎ ঐ দিন রাতে তিনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত অানুমানিক রাত ৯ টার দিকে হাসপাতালে মারা জান। তার মৃত্যু কালে পিতা মাতা স্ত্রী ১ মেয়ে নাতী নাতনি ৪ বোন ও ৭ ভাই অনেক গুনাহগারী রেখে গেছেন। মরল্হমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন যশোর যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, জেলা তরুণ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লাইফ , রামনগর ইউনিয়নের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসু সাংগঠনিক সম্পাদক ফসিয়ার রহমান কামাল পুর ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের সভাপতি অাব্দুল হাসেম ডাঃ বাবু ইউনিয়নে অাওয়ামীলীগের নেতৃবৃন্দসহ স্হানীয় মুসল্লীগণ। এ দিকে ওয়ার্ল্ড অাওয়ামীলীগের সদস্য মোন্তাজ পাটোয়ারী মৃত্যু সংবাদ পেয়ে রামনগর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার এসে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। মরল্হমের জানাজা নামাজ পড়ান সতীঘাটা কামাল পুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম। মরল্হমের জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক করব স্থানে দাফন করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: