
কেশবপুর প্রতিনিধি।।
কেশবপুর পৌর শহরের চিংড়া মোড়ে ফিরাজতুল্য শপিং কমপ্লেক্সে নতুন সাজে উদ্বোধন হলো বিশ্ববিখ্যাত ইটালিয়ান ব্রান্ড লোটো। শনিবার নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কেশবপুরে লোটো শো-রুমের প্রোপাইটর ওয়াহেদুজ্জামন বিশ্বাসের মাতা মনোয়ারা খাতুন ফিতা কেটে অনুষ্ঠানিক ভাবে শো-রুমের উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন মিত্র, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, লোটো কোম্পানীর খুলনা বিভাগের পরিচালক মনিরুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা আলতাপ হোসেন বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কেশবপুরে লোটো শো-রুমের প্রোপাইটর ওয়াহেদুজ্জামন বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আসাদুজ্জামান। লোটো শো-রুমের প্রোপাইটার ওয়াহেদুজ্জামান বিশ্বাস বলেন, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যে পণ্যটি পাওয়া যায় একই মানের পণ্য কেশবপুরের লোটোর ব্রান্ডের শোরুম থেকে ক্রেতারা ক্রয় করতে পারবেন। শো-রুমে উন্নত মানের স্যান্ডেল, সু ও চামড়ার স্যান্ডেলের পাশাপাশি টিশার্ট, গেঞ্জি, জিন্সের প্যান্ট, ব্যাগ, বেল্ট সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রীর সমাহার থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: