
মোঃ সবুজ হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে এই স্লোগান সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে র্যালিটি বের হয়।পরে উপজেলা পরিষদের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে , উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কুমারখালী শাখা আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান খান চেয়ারম্যান উপজেলা পরিষদ কুমারখালী। এ ছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: