
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র আব্দুর সাত্তার ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার রাত ১টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি.........রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার জোহরবাদ নিজ গ্রাম কামালপুর ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের পৈত্রিক নিবাস কামালপুর গ্রামে পারিবরিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়, গত ২ বছর পূর্বে আব্দুল সাত্তারের দেহে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পর ভারতসহ দেশের বিভিন্ন স্থানে তার নিয়মিত চিকিৎসা চলছিল। চিকিৎসাধিন অবস্থায় বুধবার দিবারগত রাত ১টার দিকে তিনি ইন্তেকাল করেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এম,এম নজরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড, বশির আহম্মেদ খান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: