
মণিরামপুর প্রতিনিধি॥
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের বাববার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আঃ হাকিম সরদার স্মৃতি সংসদের শুভ উদ্ধোধন উপলক্ষে শুক্রবার বিকালে নেংগুড়াহাট স্কুল এণ্ড কলেজ মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আমির আলী খান এর সভাপতিত্বে এবং সার্বিক পৃষ্টপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) ঢাকা চেয়ারম্যান, হেমাটোলজী বিভাগ ডাঃ আব্দুল আজিজ ও চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহম্মেদ, মরহুম আঃ হাকিম সরদার স্মৃতি সংসদের আহবায়ক আঃ সালাম মিন্টু'র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রভাষক আবুল হাসান, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল জব্বার।
এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম মিলন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম,
ঝাঁপা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আ,লীগ নেতা সামছুল হক মন্টু, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল হাই, জিল্লুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদার, চালুয়াহাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চন্দ্র পাল, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক নাজমুল হাসান সবুজ, আবু তৈয়েব টুটুল, সদস্য বিপ্লব হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: