প্রাথমিকের শিক্ষার্থীরা সেট ধরে নতুন পাঠ্যবই পেলেও পাচ্ছে না মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:০৭

ছবি সমসাময়িক
  কেশবপুর প্রতিনিধি।। করোনা প্রাদুর্ভাবের কারণে স্কুল বন্ধ থাকলেও ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিন কেশবপুরে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সেট ধরে নতুন পাঠ্য বই পেলেও সেট ধরে পাচ্ছে না মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে স্কুলে উপস্থিত হয়ে নতুন পাঠ্য বই সংগ্রহ করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে সেট হিসেবে জানুয়ারির প্রথম দিনে প্রাথমিক স্তরের শিক্ষার্থী কিংবা অভিভাবকগণের হাতে বই তুলে দেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার কেশবপুর উপজেলার ৭২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী, এছাড়া দাখিল পর্যায়ের ৫২টি মাদরাসার ৬ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী এবং কারিগরি পর্যায়ের ২৮৮ জন শিক্ষার্থী পাবে নতুন বই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নতুন বই সংগ্রহের কাজ চলমান আছে। তবে চাহিদা মোতাবেক সকল বই এখনো উপজেলায় এসে পৌঁছায়নি, বাকী বই আগামী ১২ দিনের মধ্যে এসে পৌঁছাবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ের ১৫৮টি সরকারি ও ১৯ টি কিন্ডরগার্টেনসহ ২০৯টি স্কুলের দেওয়া তালিকা অনুযায়ী সরকার কর্তৃক ৩২ হাজার ৭৫৫ সেট নতুন বই পাওয়া গেছে। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ের ৬ হাজার ২০০ সেট। এছাড়া প্রথম শ্রেণির ৫ হাজার ৭০০ সেট, দ্বিতীয় শ্রেণির ৫ হাজার ৫০০ সেট, তৃতীয় শ্রেণির ৫ হাজার ৪০০ সেট, চতুর্থ শ্রেণির ৫ হাজার ২৩৫ সেট এবং পঞ্চম শ্রেণির ৪ হাজার ৭২০ সেট নতুন বই রয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে বই সংগ্রহ সম্পন্ন করেছে। ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা ১ জানুয়ারি সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের সাথে নিয়ে সেট হিসেবে সংগ্রহ করতে পারবে বলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ নিশ্চিত করেন।


আপনার মূল্যবান মতামত দিন: