কালীগঞ্জে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল এক্সিডেন্টে প্রাণগেল মণিরামপুরের ইকবালের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০ ১২:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০ ১২:০৯

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। আজ সকাল আনুমানিক ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার কাছাকাছি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেল এক্সিডেন্টে ইকবাল হোসেন (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ইকবাল হোসেন মণিরামপুর উপজেলার পৌর শহরের ৪নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের মৃত অবেদ আলী মোল্যার ছোট ছেলে। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেনের পারিবারিক সূত্রে জানাযায় তাঁর ৮ বছর এবং ১ বছরের দুটি ছেলে রয়েছে। আজ সকলে তিনি শ্বশুর বাড়িতে যাচ্ছিল, বৌ ও ছেলেদের কে আনতে। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন তিনি পতিমধ্যে রোড এক্সিডেন্টে মারা গেছেন। এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর জানান, দুপুরে যশোর থেকে একটি মুরগী বোঝায় কাভার্ড ভ্যান ঝিনাইদহের দিকে যাচ্ছিল আর ইকবাল মোটর সাইকেল নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে কাভার্ড ভ্যানটি মোটর সাইকেলে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইকবাল মারা যায়।


আপনার মূল্যবান মতামত দিন: