
কুয়াদা (যশোর) প্রতিনিধি।।
যশোরের কুয়াদায় সাংবাদিক ওয়াজেদ আলীর পিতা মরল্হম আব্দুল মান্নান ও মাতা রহিমা বেগমের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার সতীঘাটা কামাল পুর নিজ বাড়িত যোহর বাদ পরিবারের উদ্যোগে কুরআন খতম, কবর জিয়ারত করা হয়।
দোয়া অনুষ্ঠানে বয়ান করেন, সতীঘাটা কামাল পুর ক্যাডেট মাদ্রাসার মসজিদের ইমাম মাওঃ আব্দুর রশিদ, কামাল পুর সাহাপাড়া মসজিদের ইমাম মুফতি মোস্তাফিজুর রহমান। শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, সতীঘাটা কামাল পুর ক্যাডেট মাদ্রাসার মুহতামিম অজিহর রহমান। এ ছাড়া আছর বাদ মরল্হমের বাড়ীতে এলাকার মা - বোনদের উপস্থিতিতে তালিম অনুষ্ঠিত হয়।

আপনার মূল্যবান মতামত দিন: