
বিশেষ প্রতিনিধি।।
আজ যশোরে দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার সময় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, পূর্বের ন্যায় ভর্তি পরীক্ষার আয়োজন করতে হবে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়া কখনই শিক্ষার্থীবান্ধব হতে পারে না। মেধাকে ধ্বংস করতেই মূলত এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমারা প্রায় দুই বছর ধরে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে আসছি। আপনাদের এমন সিদ্ধান্তে শুধু আমরা নই, আমাদের পরিবারের লোকজনও ভেঙ্গে পড়েছে।
বক্তারা আরও বলেন, আমরা আপনাদের সন্তানের মতো। আমাদের জীবন নিয়ে খেলা করার অধিকার আপনাদের নেই। আমাদেরও বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার আছে। আমরাও বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। দ্রুত এমন হটকারী সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের ন্যায় পরীক্ষা গ্রহণের দাবি জানায় বক্তারা।
প্রসঙ্গত, তিনটি ইউনিটে (বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক) এবার দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের জন্য ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এ পরীক্ষার মানবণ্টন ও পরীক্ষা পদ্ধতিসহ এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।বিগত বছরগুলোতে আমরা জানি যে বিভাগ পরিবর্তন করতে হলে সাধারণত বাংলা,ইংলিশ ও সাধারণ জ্ঞান পরীক্ষা নেওয়া হয়ে থাকে,এটা সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে।কিন্তু সবাই ইতিমধ্যে জানেন যে এবার নিয়েমের ঘোর পরিবর্তন এসেছে।ফার্স্ট টাইম ও সেকেন্ড টাইম সহ যে সকল শিক্ষার্থী আছে সবাইকে তাদের নিজ বিভাগীয় বিষয় গুলোর উপর পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হবে।এ বছর এইচএসসি পরীক্ষা না নেওয়ার ফলে সিদ্ধান্তটা একটু আগডুম বাগডুমের দিকে গড়িয়েছে বললেই চলে।কিন্তু এর ভাগিদার আমরা সেকেন্ড টাইমাররা নিতে যাবো কেনো।প্রথমত বলাই যাই যেহেতু আমরা এইচএসসি পরীক্ষা দিয়েই পাশ করেছি সেহেতু আমাদের অযথা এরকম সিদ্ধান্ত দিয়ে চাপিয়ে দেওয়া কোন ধরনের সিদ্ধান্ত।হ্যা,আপনারা তাদেরকে যাচাই করতে পারেন যারা পরীক্ষা না দিয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী।বিগত দিন গুলোর যে পরিশ্রম সেগুলোর সঠিক মূল্যায়নে প্রথম ধাপে মানে এইসএসসি পরীক্ষা দিয়ে সেটা যাচিত হয়েছে,তারপরও আবার কেনো? আর আমরা এতদিন ৩ টি বিষয়ের উপর জোর দিয়ে এখন আবার ৬ টি বিষয়।সেগুলো হলো পদার্থ(২০),রসায়ন(২০),বাংলা(১০),ইংলিশ(১০) আর জীববিজ্ঞান+গনিত+আইসিটি(যেকনো ২ টি=২০+২০),যার ভিতর সাধারণ জ্ঞানের বালাই তো নেইই তারপরও বাংলা ও ইংলিশ এ ১০ নম্বর করে। সভায় ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা উপস্থিত ছিলেন। এদিকে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ বিভাগ পরিবর্তন ইউনিট রাখার দাবি জানিয়ে আসলেও তা আমলে নেয়নি গুচ্ছভিত্তিক ভর্তি কমিটি।

আপনার মূল্যবান মতামত দিন: