যশোর সদরের রামনগর ইউনিয়নে খরিচাডাঙ্গা গ্রামের হাজী মোসলেম গাজীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০ ১২:২১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০ ১২:২১

ছবি সমসাময়িক
  এম ওয়াজেদ আলী কুয়াদা (যশোর)প্রতিনিধি।। যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড খরিচাডাঙ্গা গ্রামের হাজী মোসলেম গাজী (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন)। জানাযায় দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগের ভুগছিলেন। হঠাৎ তিনি শুক্রবারে দিন মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে ঐ রাত্রে ৩ টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা জান। মৃত্যু কালে তিনি স্ত্রী ৩ ছেলে ৫ মেয়ে নাতী নাতনি পুঁতা পুতনি ও অনেক গুনাহগারী রেখে গেছেন। মহরুমে নামাজের জানাজা শনিবার যোহর বাদ খরিচাডাঙ্গা বাইতুল্লাহ মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে। মহরুমে নামাজের জানাজা শেষে তাকে তার নিজ পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে। মহরুমে নামাজের জানাজা পড়ান সতীঘাটা কামাল পুর ক্যাডেট মাদ্রাসার মুহতামিম অজিল্হর রহমান। মহরুমে নামাজের জানাজা উপস্থিত ছিলেন স্থানীয় মুসল্লীগণ।


আপনার মূল্যবান মতামত দিন: