
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী সংবাদদাতা।। গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ,গুণী ব্যক্তিদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মো: মজিবর রহমানের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম ফিরোজ সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য, মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি শামসুন নাহার ভূইয়া এমপি।
প্রধান বক্তা গাজীপুর মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জাকির হাসান খোকন, টঙ্গী থানা আওয়ামী যুবলীগের সভাপতি মো: এম এ সাত্তার মোল্লা। অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফারুক আহমেদ। পৃষ্ঠপোষকতায় ছিলেন ৪৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মো: কামরুল হাসান দিপু। অনুষ্ঠানে প্রধান আকর্ষন ও আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো: রাজিব হায়দার সাদিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মো: হারুন অর রশিদ, শেখ মো: আলাউদ্দিন, মো: ইদ্রীস আলী জুয়েল, মো: হানিফ ডালী, মো: ঈমান হোসেন, আলহাজ¦ মো: আব্দুল জলিল গাজী, মো: আবু আলম, মো: সাত্তার মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে শামসুন নাহার ভূইয়া এমপি বলেন, আমাদের দেশে রয়েছেন কিছু দেশরত্ন। যাদের হাত ধরে বাংলাদেশে আজ এত দূর এগিয়েছে। যাদের মেধা এবং শ্রম দিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ নামক একটি দেশ। তাদেরই অবদান কখনো কোন কিছু দিয়েই শোধ করা সম্ভব নয়। তাদের চিরকাল স্মরণ রাখবে বাংলার মানুষ। টঙ্গী থানা ছাত্রলীগের পক্ষ থেকে গুণী ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করায় আমি তাদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষে ক্রীড়া সামগ্রী বিতরণ, গুণী ব্যক্তি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: