
নিউজ ডেস্ক।। যশোর জেলার মনিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ শফি কামালের ৭ম হত্যা বার্ষিকী আজ শনিবার। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দিন-দুপুরে নিজ জন্মস্থান গরীবপুর-চাঁদপুর দাখিল মাদ্রাসার অদূরে দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান জি, এম ওমর ফারুক সহ ২৬ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলার অন্যতম আসামি বেজবাউর রহমান চন্টু এবং আনিছুর রহমান নামে দু’জন ক্রসফায়ারে মারা যায়। অন্যতম আসামি চেয়ারম্যান জি, এম ওমর ফারুক ও যুবনেতা সাবেহ আলী স্ট্রোকে মারা যায়। কৃষক লীগের প্রায়ত এ নেতার জৈষ্ঠ্য পুত্র মনিরামপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ সেলিম জানান, সেদিন প্রায়ত সাবেক সংসদ সদস্য এড. খান টিপু সুলতানের নৌকা প্রতীকের নির্বাচন করতে গিয়ে দূর্বৃত্তদের হাতে খুন হন। ২৬ শে ডিসেম্বর তার হত্যা বার্ষিকী হলেও দলীয় ভাবে তার এ দিবসটি পালন করা হবে ২৯ শে ডিসেম্বর বলে তার পরিবার দাবী করেন।

আপনার মূল্যবান মতামত দিন: