বদলগাছী আক্কেলপুর বেইলী ব্রীজটি ভেঙ্গে মরন ফাঁদে পরিনত হয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০ ১৬:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০ ১৬:৩৮

ছবি সমসাময়িক
 

নওগাঁর প্রতিনিধি।।

নওগাঁর বদলগাছী হইতে আক্কেলপুর সংযোগ আঞ্চলিক মহা সড়কের বিষ্ণুপুর গ্রামের নিকট নির্মিত পুরানো বেইলী ব্রীজটির স্টীলের স্লাব ভেঙ্গে মরন ফাঁদে পরিনত হয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তথ্য সংগ্রহকালে বিষ্ণুপুর গ্রামের রুবেল, জানায় ১৪/১৫ দিন পূর্বে বেইলী ব্রীজের স্টীলের ১টি পাতা ভেঙ্গে যায়। এতে করে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অনেক অপরিচিত চালকরা এসে দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই তিনি ১ টি ভাংগা বাঁশের খুটি পুতে বিপদ সংকেত দেখান। বাঁশের খুঁটি তুলে ফেললে স্থানীয় জনগন তালগাছের পাতা কেটে বিপদ সংকেত দেখান। আবু মুসা জানায়, সকালে কুয়াশার মধ্যে যে সকল যানবাহন আসে তারা বেশী দুর্ঘটনার কবলে পড়ছে। এলকাবাসীরা জানান, বদলগাছী হইতে আক্কেলপুর সড়কের বিভিন্ন স্থানে বিধ্বস্ত ও খানা খন্দের সৃষ্টি হয়ে পথচারীসহ যানবাহন চলাচল ব্যহত হয়ে পড়ছে। ভাংগা বেইলী ব্রীজটি তুলে দিয়ে সেখানে নতুন একটি ব্রীজ নির্মাণ করে জনগুত্বপূর্ন এই আঞ্চলিক মহাসড়কটি জনদুর্ভোগ এড়াতে প্রশস্তকরন সহ সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ আবু তাহির জানান, আমি অবগত হওয়ার পরেই সংস্কারের জন্য বিষয়টি নওগাঁ সড়ক ও জনপদ বিভাগকে বলেছি। নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান সাজিদ বলেন, আমি বিষয়টি জেনেছি এবং ঠিক করার জন্য লোক পাঠিয়েছি।


আপনার মূল্যবান মতামত দিন: