কক্সবাজার থেকে এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক শিশু কন্যা সহ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০ ১৩:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০ ১৩:১২

ছবি সমসাময়িক
  নিউজ ডেস্ক।। খুলনা কয়রা'র এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক (৩৬) ও তার ৭ বছরের শিশু কন্যা আফিফা সিদ্দিক ফায়জা গত ২০শে ডিসেম্বর ২০২০ইং তারিখ থেকে নিখোঁজ রয়েছেন । অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোন সন্ধান মেলেনি। এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক তাঁর গায়ের রং শ্যামলা, পরনে ছিলো প্যান্ট, গেজ্ঞি ও কোর্ট সাথে থাকা মোবাইল ফোনের নাম্বার - ০১৯৩৭-৭০১৭৪৮ ও ০১৮২২-৮০৪৫১৪। কন্যা আফিফা সিদ্দিক ফায়জা'র গায়ের রং ফর্সা, পরনে ছিলো লাল ফ্রগ। বাবা ও মেয়ে উভায়ে সাধু ভাষায় কথা বলেন। গত ২০শে ডিসেম্বর নিখোঁজ এ্যাডভোকেট আবুবকর সিদ্দিক বর্তমান কর্মস্থাল খুরুশকুল অফিস থেকে বাসায় ফেরেন সকাল আনুমানিক ১০ ঘটিকার সময়। এসময় মেয়ে আফিফা সিদ্দিক ফায়জাকে নিয়ে বেরিয়ে পড়েন অফিসে প্রোগ্রাম আছে এই কথা বলে। তারপর তারা যথাসময়ে আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় নিখোঁজ এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকে'র স্ত্রী এ্যাডভোকেট মিলি সিদ্দিকী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১১৬৫) করেছেন। কোনো হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা স্ত্রী এ্যাডভোকেট মিলি সিদ্দিক, মুঠোফোন নম্বর (০১৭২৩- ২৩৯১১৭/ ০১৭১১-৯৫১৩১২) বর্তমান ঠিকানা- কালুর দোকান সংলগ্ন, তারাবনিয়া ছড়া, ০৫ নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা কক্সবাজার। যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: