কুমারখালিতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জাসদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০ ১৫:১৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০ ১৫:১৩

ছবি সমসাময়িক
  মোঃ সবুজ হোসেন।। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার রেস কাটতে না কাটতেই কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও মুখের আংশিক অংশ ভেঙেছে গভীর রাতে দুর্বৃত্তরা। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমারখালী উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিক্ষোভ মিছিল করেছেন। (১৮ ডিসেম্বর ২০২০) বিকাল সাড়ে ৭ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুমারখালী শাখা আয়োজনে, বিক্ষোভ মিছিলটি কুমারখালী থানা মোড় থেকে শুরু করে গনমোর , হোলবাজার, বাসস্ট্যান্ড এলাকা শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, কামরুজ্জামান কামাল যুগ্নসাধারণ সম্পাদক, শিমুল চৌধুরী, এস এম জামান সাধারণ সম্পাদক কৃষক জোট কুমারখালী উপজেলা শাখা, মোঃ মহব্বত সভাপতি উপজেলা শাখা সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: