মণিরামপুরে আ.লীগ নেতা এস এম ইয়াকুব আলীর শীতবস্ত্র, নগদ অর্থ, হুইল চেয়ার ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০ ১৩:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০ ১৩:৫৩

ছবি সমসাময়িক
  তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।। করোনা ভাইরাস উপেক্ষা করে হঠাৎ করেই মোটর সাইকেল যোগে মণিরামপুরে অসহায় মানুষদের খোঁজ নিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক নির্বাহী সদস্য ও যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। বুধবার তিনি বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে অসহায় পরিবারদের মাঝে সহায়তা প্রদান করেন। এ রকম চিত্র বাংলাদেশের প্রেক্ষাপটে সচরাচর দেখা যায় না। গ্রামের এসব মানুষ কখনও এস এম ইয়াকুব আলীর এই সহযোগিতার কথা ভুলবে না। মনভরে শুধু দোয়াই করে যাবে। এদিকে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকালে মণিরামপুর উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন এস এম ইয়াকুব আলী। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে এস এম ইয়াকুব আলীর পৈত্রিক নিবাস আগরহাটি গ্রামে উপজেলার প্রায় ৬ শতাধিক গরীব, অসহায়দের মাঝে মাস্ক, শীতবস্ত্র, নগদ অর্থ ও চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলার আগরহাটি গ্রামের বয়বৃদ্ধা মর্জিনা বেগম, আকলিমা বেগম ও মুজগুন্নী গ্রামের করিমন নেছা, ফুলজান বিবি বলেন, ভোট যকন আসে, তকন চিয়ারমান, মেম্বর আসে ভোট চাবির। তারপর সব ভুলি যাই। শুনিছি করোনা আয়ছে। ওই রোগ নাকি ছুয়াছি। তারপরও ছুঁটি আয়ছে ইয়াকুব। যে আমাগে দুককের কতা বোঝে। এস এম ইয়াকুব আলী বলেন, আর্তমানবতার সেবা পরম ধর্ম। সেই উপলবদ্ধি থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো এভাবেই আর্তমানবতার সেবায় কাজ করে যেতে চাই। মানুষের জন্য কিছু করতে পারা, এটা যে কোন মানুষের জন্য বড় পাওয়া। এ পাওয়ার মধ্যেই আমি আমার শান্তি খুঁজে পাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব জবেদ আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী কামিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহামেদ লিটন, সহ-সভাপতি জিএম ফারুক আলম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী টিটো, ইউপি সদস্য ইউনুচ আলী, মুজিবার রহমান, ফজলুর রহমান, ব্যবসায়ী জিয়াউর রহমান, রিপন হোসেন, আমিন আফ্রিদী, আতিয়ার রহমান প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: