যশোর জেলা পুলিশের মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০ ১৩:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০ ১৩:৩৮

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালি জাতি পাক-হানাদার বাহিনী মুক্ত হয়। সারা দেশের মত যথাযথ মর্যাদায় যশোরেও দিনটি পালিত হয়। ভোর ০৬.৩০ ঘটিকার সময় জাতীর বীর শহীদদের স্মরনে যশোর সদর থানাধীন মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেছে জেলা পুলিশ যশোর। এসময় উপস্থিত থেকে জাতীর বীর শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়। পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে যশোর জেলা পুলিশের আত্মদানকারী পুলিশ সদস্যদের জন্য জেলা পুলিশ লাইন্স এবং কোতয়ালী মডেল থানায় নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাই পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশ যশোর। এরপর জেলা সার্কিট হাউজে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয়। এসময় আরোও উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়, পুলিশ সুপার সিআইডি, জনাব রেশমা শারমিন, পুলিশ সুপার, পিবিআই, যশোর, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ) যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর, জনাব জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার, (সদর), যশোর সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।


আপনার মূল্যবান মতামত দিন: