
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর॥
মণিরামপুর উপজেলার বাঙ্গালীপুর উত্তরপাড়া জামে মসজিদে উন্নয়ন কল্পে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে মসজিদ কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কাজী টিটো, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ব্যবসায়ী জিয়াউর রহমান, রিপন হোসেন প্রমুখ।
এস এম ইয়াকুব আলী বলেন, ধর্মীয় উপাসনালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। ধর্মীয় অনুশাসন যে কোন খারাপ কাজ থেকে বিরত রাখে। মসজিদ হলো আল্লার ঘর যা ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম। সেই মসজিদকে আবাদ ও উন্নয়ন করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। অত্র উপজেলার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিটি প্লাজার দান অব্যাহত রয়েছে। মহান সৃষ্টিকর্তা সুযোগ দিলে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: