
কেশবপুর প্রতিনিধি।।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ- সচিব মতিয়ার রহমান এবং কেশবপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক মশিউর রহমানের মাতা আছিয়া বেগম (৮৮) বার্ধক্য জনিত কারণে শনিবার ভোর ৫টায় উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচারই গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলকোট ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুর রহমান জানান, মুক্তিযুদ্ধের সময় মরহুমার স্বামী মরহুম আমির আলী মোড়লকে কেশবপুর বালিকা বিদ্যালয় রাজাকার ক্যাম্পের সেলে রেখে বেদম প্রহার করা হয়েছিল।
বিকেল সাড়ে চারটায় মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন, এ্যাড. আবু বকর সিদ্দিকী, মণিরামপুর কলেজের প্রভাষক আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, মঙ্গলকোট ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার, , আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনসহ আট শতাধীক মুসল্লী।
শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, নির্বাহী সদস্য নূরুল ইসলামসহ সদস্য বৃন্দ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা ভাইচ চেয়ারম্যান পলাশ মল্লিক, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দু গফুর গফ্ফার, মঙ্গলকোট স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোক্তার আলী, যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান আসাদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন।
স্থানীয় ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাযা পড়ান বড়েঙ্গা পীর সাহেবের ছেলে পীরজাদা মহিউদ্দীন খাঁন।

আপনার মূল্যবান মতামত দিন: