প্রয়াত খোরশেদ আলম ছিলেন মহৎ রাজনীতিবিদ- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০ ১৩:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০ ১৩:৪১

ছবি সমসাময়িক
  উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে। তবেই বাংলার মানুষ বারবার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাইবে। প্রয়াত রাজনৈতিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শ দেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে রাজনীতি করেছিলেন। তাইতো তারা ছিলেন মহৎ রাজনীতিবিদ। শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত আলহাজ্ব খোরশেদ আলম এর রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন আ, লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার আকবর আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাউসার আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য মো. শিপন সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও মণিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডের আলাউদ্দিন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ঝাঁপা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আ,লীগ নেতা সামছুল হক মন্টু, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, মণিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দীন, ঝাঁপা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস.এম রবিউল ইসলাম রবি, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাস্টার কামাল হোসেন, আ,লীগ নেতা প্রভাষক মিজানুর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকরাম হোসেন খান, ঝাঁপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও মনিরামপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আশিকুর রহমান আশিক, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহম্মেদ সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন কারি মো. আব্দুল গণি।


আপনার মূল্যবান মতামত দিন: