
মোঃ সবুজ হোসেন, কুষ্টিয়া।।
দ্রুত স্কুলে যাতায়াত নির্বিঘ্নে করতে মেধাবী হত দরিদ্র স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল ও স্কুলে বেঞ্চ বিতরণ হয়েছে।
(১১ ডিসেম্বর ২০২০) শুক্রবার সকাল ১০ টায় কুমারখালী উপজেলার পাবলিক লাইব্রেরী সম্মুখে, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর নিজের অথ্যায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্কুলে বেঞ্চ বিতরণ করেন। বাইসাইকেল ৩০ টি ও ১১ টি স্কুলে বেঞ্চ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, এই সময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিবুল ইসলাম খান সহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এসব শিক্ষার্থীরা বাইসাইকেল ও স্কুলে বেঞ্চ পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি।

আপনার মূল্যবান মতামত দিন: