টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের ১০বছর পূর্তিতে সম্মাননা পেলেন- ৩ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০ ০৬:৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০ ০৬:৪৯

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি।। গাজীপুরের টঙ্গীতে গত ১০ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা টোকিও টাওয়ার ফুড কোডে টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের ১০বছর পূর্তিতে গাজীপুর নাট্যচর্চায় বিশেষ অবদান রাখার জন্য তিন গুনী নাট্যজন কাজী মোখলেসুর রহমান (কাজী বাটা), নাট্যজন শেকানুল ইসলাম শাহী, নাট্যজন প্রেমনাথ রবিদাসকে নাট্যজন সম্মাননা প্রদান করা হয় ।সম্মাননা অনুষ্ঠানে টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম সামসুন্নাহার ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধন, শুভেচ্ছা বক্তব্য রাখেন টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল লস্কর, সাবেক সাধারণ সম্পাদক আজিজ টিপু ।অনুষ্ঠান পরিচালনা করেন টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিক মুসাফির ।প্রধান অতিথির সংসদ সদস্য বেগম সামসুন্নাহার ভূইয়া বলেন দেশের মানুষকে যেকোন বিষয়ে সচেতন করতে সাংস্কৃতিক কর্মীরা এগিয়ে থাকে । ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভভ্যূথান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর গণ আন্দোলনসহ মুক্তিযুদ্ধের চেতনা বাস্থবায়নে সাংস্কৃতিক কর্মীরা সক্রিয় থাকেন সব সময়। নাটক মানুষকে সঠিক পথ দেখান। নাটকের মানুষদের আজকের অনুষ্ঠানে সম্মানীত করার জন্য টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদকে ধন্যবাদ জানান। সভাপতি শাহজাহান শোভন টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে শিল্পনগরী টঙ্গীতে টঙ্গী সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মানের দাবি করেন ।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর প্রতিষ্ঠাতা সভাপতি এড. শওকত আলী, সভাপতি নিজাম উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য শিক্ষক আ,স,ম জাকারিয়া, উদীচী গাজীপুর শাখার সাধারণ সম্পাদক মাধব আর্চায, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তরার সহ-সভাপতি শফিউল গণি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সহ-সাধারণ সম্পাদক তামান্না ইসলাম, প্রমুখ। টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের অথ সম্পাদক মোমেনা সরকার, অনুষ্ঠান সম্পাদক নাদিম মোড়ল, গণ সংযোগ সম্পাদক অমল কৃষ্ণ রায়, প্রচার সম্পাদক রওনক আহমেদ পারভেজ , নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, হুমায়ুন কাদির, এস এ জাকির।


আপনার মূল্যবান মতামত দিন: