জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম পক্ষ থেকে এমপিকে ফুলের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০ ১৫:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০ ১৫:০৬

ছবি সমসাময়িক
মোঃ সবুজ হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায়, কুমারখালী জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা দিয়েছেন।  বৃহস্পতিবার সন্ধ্যা ০৭ টায় কুমারখালী এমপি অফিস কার্যালয়ে কুমারখালী জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম আয়োজনে এই সংবর্ধনা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও চ্যানেল এস মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি মোঃ নয়ন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজু আহমেদ, মোঃ আসাদুল ইসলাম, মোঃ তুহিন শেখ, দপ্তর সম্পাদক সাবিদ বিন তৌয়ব, সিম্পেজিয়াম মিটিং পরামর্শ সম্পাদক মোঃ সবুজ হোসেন, সদস্য আবু তোহা শাহীন, সাব্বির হোসেনসহ আরো ও অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: