মণিরামপুরে বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০ ১৪:৫৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০ ১৪:৫৭

ছবি সমসাময়িক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে আব্দুল খালেক বিশ্বাস (৭২) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। বুধবার রাতে উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামে এঘটনা ঘটে। বৃদ্ধ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে। এই ঘটনায় মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন বৃদ্ধের ভাইপো হাবিবুল্লাহ। পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। রোগের যন্ত্রণা সইতে না পেরে বুধবার রাত আটটার দিকে ঘরের আড়ার সাথে মাফলার জড়িয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে বৃদ্ধের স্ত্রী আমেনা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে নামিয়ে আনেন। এরপরপরই মৃত্যু হয় তার। মণিরামপুর থানার এসআই প্রসেনজিত মল্লিক বলেন, স্বজনরা বলছেন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সন্দেহ হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: