
কেশবপুর প্রতিনিধি।। স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল ইসলাম ও উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অসিত ভদ্র, লেয়াকত আলী, আমির আলী, শামসুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, স্বপন মন্ডল প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: