
মোঃ সবুজ হোসেন:
দীপ্ত টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা ম্যান হারুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সোমবার বিকাল ৫ টায় কুমারখালী জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম আয়োজনে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান।
কুমারখালী থানা মোড় আয়োজিত মানববন্ধনে কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, সহ সভাপতি মাহবুব উল আহসান উল্লাস, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরহাদ আমির টিপু, কুমারখালী জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম খান, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান নয়ন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, কুমারখালী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিত বিন তৈয়ব উৎপল, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন, সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক কাজু আহমেদ, খোকসা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পুলক সরকার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, মোঃ আসাদুল ইসলাম, নয়ন বিশ্বাস, বাসার বিশ্বাসসহ সর্বস্তরের সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: