করোনা চিকিৎসায় বিশেষ অবদানের জন্য আইইবি টেলিমেডিসিনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা পেলেন- ডা. মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ১৮:২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ১৮:২৪

ছবি সমসাময়িক
 

দৈনিক সমসাময়িক ডেস্ক।। করোনাভাইরাস কালে যশোর জেলার একজন মানবিক ডাক্তারের নাম ডা. মেহেদী হাসান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। নরম শান্ত সাভাবের তরুণ এই চিকিৎসক করোনাভাইরাসের চিকিৎসা সেবা দিয়েই আজ দেশের একজন জনপ্রিয় ডাক্তার হিসাবে পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে করোনা কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলাদেশের এডমিন ক্যাডার সহ ডা. মেহেদী হাসান সেচ্ছায় সেবা প্রদান করেছেন আইইবি টেলিমেডিসিনে। এই পর্যন্ত ডা. মেহেদী হাসান টেলি মেডিসিনে ফ্রী চিকিৎসা দিয়ে সুুু্স্থ করেছেন সাড়ে ছয় হাজার প্লাস করোনা রুগী। এর ভিতর গুরুতরভাবে অসুস্থ রুগী থাকলেও এপর্যন্ত একজন মারা যাওয়ার কথা শুনা যায়নি।

গত ৬ ডিসেম্বর রবিবার সন্ধা ৬ টার সময় ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলোন আয়তনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মেহেদী হাসান কে সংবর্ধনা স্বরুপ সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় আইইবি টেলিমেডিসিনে স্বেচ্ছাসেবা প্রদানকারী ডা. মেহেদী হাসান কে আইইবি'র পক্ষ থেকে কৃতজ্ঞতার নিদর্শনস্বরুপ সম্মাননা স্মারক তুলে দেন আইইবি ঢাকা সেন্টারের সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার, আইইবি'র সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রনক আহসান, কম্পিউটার ডিভিশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ কায়সার প্রমুখ। চিকিৎসা সেবা'র পাশাপাশি ডা.মেহেদী হাসান করোনাভাইরাসের মহামারীতে অনেক দুস্ত অসহায় রুগীকে ঔষধ, ত্রাণ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিভিন্ন মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া খরচ বহন, নিজ এলাকায় ১৫০ জন গ্রাম্য ডাক্তার হসপিটালের টেকনিশিয়ান এবং উল্লেখ যোগ্য নবচেতনা, নিশু, প্রত্যায়, বন্ধন, এফএসডিও এবং করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাফন কাজে নিয়োজিত সংগঠন সহ একধিক সেচ্ছাসেবী সংগঠনকে পিপিউ মাস্ক প্রদান করেছেন ডা. মেহেদী হাসান।


আপনার মূল্যবান মতামত দিন: