টনঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নতুন কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ১২:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ১২:০৬

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

  মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নতুন কমিটির পরিচিতি সভা গতকাল রবিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের নবনির্বাচিত সভাপতি টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার নজরুল ইসলাম বিপ্লব, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, কবির উদ্দিন বেপারী, ফজলুর রহমান, শ্রমিক নেতা হিরণ মিয়া, টঙ্গী থানা যুবলীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সাত্তার মোল্লা, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অভিভাবক প্রতিনিধি আরর্শেদ আলম, সাবেক শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, কলেজ ইনচার্জ মাহবুব উল আলম, নোয়াখালী ঐক্য পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম, প্রভাষক শাহিদা খানম হিরা, আমজাদ হোসেন, হারুন অর রশিদ, সুরুজ আল মামুন, আহসান উল্লাহ, সানা উল্লাহ, আমিনুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম, শাহ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: