মনিরামপুর উপজেলা আ’লীগের প্রয়াত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ৫ম শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ১১:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০ ১১:১২

ছবি সমসাময়িক
নূরুল হক, স্টাফ রিপোর্টার।। মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারন সম্পাদক গোলাম মোস্তফার ৫ম শাহাদাৎ বার্ষিকী দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পারিবারিক ভাবে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় কোরান খতমসহ এবং আসরবাদ পৌর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়। মণিরামপুর পৌরশহরের রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ও মরহুমের কনিষ্ঠ পুত্র প্রভাষক ফারুক হোসেন, জৈষ্ঠ্য পুত্র পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেনসহ প্রমুখ। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্ব-স্ব এলাকায় অনুরূপ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য মরহুম গোলাম মোস্তফা ২০১৫ সালের ৬ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।


আপনার মূল্যবান মতামত দিন: