
কেশবপুর প্রতিনিধি।।
কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা এলাকায় শনিবার বিকেলে মোটর সাইকেলের ধাক্কায় কুমারেশ দাস (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। সে খতিয়াখালী গ্রামের মৃত জগেশ্বর দাসের ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে, বিকেলে সাড়ে ৪টার দিকে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় কুমারেশ দাস গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হাসপাতাল সূত্র জানায়, কুমারেশ দাসকে মৃত অবস্থায় সন্ধ্যা ৫ টার দিকে হাসপাতালে আনা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, নিহত পথচারী কুমারেশ দাসের লাশ উদ্ধার করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: