
মনিরামপুর প্রতিনিধি।। স্থানীয় সরকার বিভাগ যশােরের মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমকে সতর্ক করে বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার তাকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। ক্ষমতার অধিক ব্যবহার এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সুসমন্বয় না থাকায় স্থানীয় সরকার বিভাগ এ চিঠি ইস্যু করেছে। চিঠিতে আরো বলা হয়েছে, ক্ষমতার অধিক ব্যবহার করা এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসারের মুখ্য নির্বাহী কর্মকর্তার সঙ্গে সুসমন্বয় না রেখে কার্যপরিচালনা করার জন্যে তাকে সতর্ক করা হলাে।

আপনার মূল্যবান মতামত দিন: