কেশবপুর প্রতিনিধি।।
কেশবপুরে ভেঙ্গে ফেলা বাঙ্গালীর স্বাধীনতার স্মারক মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভ পুনঃনির্মাণের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবার যশোর জেলা প্রশাসকের নিকট ওই স্মারক লিপি প্রদান করেন।
স্মারকলিপিতে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই বিজয় স্তম্ভটি যে স্থানে ছিল অথবা অন্য কোন চাহিদাকৃত জায়গায় নাগরিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পুনঃনির্মাণের দাবি করা হয়েছে। যাতে জনগণ বিজয় দিবসে বিজয় দেবীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পারে তার ব্যবস্থা করা।
স্মারকলিপি প্রদান করেন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, যশোরের একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি হারুন অর রশিদ, প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: