সাংবাদিক উত্তম চক্রবর্তী'র পুত্র শুভজিত চক্রবর্তী'র ৮তম শুভ জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০ ১১:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০ ১১:৪২

ছবি সমসাময়িক
  দৈনিক সমসাময়িক ডেস্ক ৷৷ সাংবাদিক উত্তম চক্রবর্তী'র পুত্র শুভজিত চক্রবর্তী'র ৮তম শুভ জন্মদিন আজ অনুষ্ঠিত হবে। তাই আজকের এই দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল শুভজিত চক্রবর্তী। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের নিজ বাড়ীতে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে তার জন্মদিন জাকজমকভাবে উদযাপন করা হবে। এ সময় শুভজিত চক্রবর্তী'র সাথে থাকবেন তার মা শিল্পী রানী চক্রবর্তী, বাবা সাংবাদিক উত্তম চক্রবর্তী, দিদা মিনতী রানী চক্রবর্তী, দাদু সাংবাদিক নিরঞ্জন চক্রবর্তী, পিশি, মামা, কাকা, জেঠা সহ পরিবারের অন্যান্য লোকজন। শিলা চক্রবর্তী'র এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সকল শুভাকাঙ্খি ও রাজগঞ্জ প্রেসক্লবের সাংবাদিকবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: