মণিরামপুরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমাণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০ ১১:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০ ১১:৫৩

ছবি সমসাময়িক
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।। বিভিন্ন দাবি ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে মণিরামপুরে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। লাগাতর কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকাল থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন পরিষদ-উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে তারা এ কর্মবিরতি পালন করছেন। যতদিন পর্যন্ত এ বৈষম্যের নিরসন না হবে, ততদিন পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তাঁরা ঘোষণা দেন।


আপনার মূল্যবান মতামত দিন: