স্টাফ রিপোটার্স।। যশোরের অভয়নগর উপজেলার মরিচা বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান অগিকান্ডে পুড়ে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।গত বহস্পতিবার রাতে উপজেলার মরিচা বাজারে এ অগিকান্ডের ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে দমকল বাহিনী আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।
এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সুত্র জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মরিচা বাজারের জারিফ অটো ডোর ও মাসুদ মোল্যার ধানের আড়তের মধ্যে
থেকে ধোয়া বের হতে থাকে। সাথে সাথে তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। খবর পেয়ে নওয়াপাড়া থেকে দমকল বাহিনী ঘটনা স্থলে যেয়ে আঁধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে জারিফ অটো ডোরের ম্যাসিন সহ সব মালামাল পুড়ে গেছে এবং মাসুদের আড়তে মধ্যে থাকা প্রায় ৫’শত মন ধান পুড়ে গেছে।
আগুন পুড়ে যাওয়া জারিফ অটো ডোরের মালিক মোঃ ইলাহি মোল্যা জানান, অগিকান্ডে তার অটো ডোরের ম্যাসিন-সহ দোকানে থাকা সব ফার্নিচার পুড়ে
প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়ছে।
আড়তের মালিক মাসুদ মোল্যা বলেন, আগুনে আমার ৫ শত মন ধান পুড়ে গেছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন মনির বলেন, উপজলার মরিচা বাজারে বৈদ্যুতিক সটসার্কিটর কারণে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: