
পি. কে রায়, বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগ চিরিরিবন্দর উপজেলা শাখা।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩ ঘটিকায় উপজেলার দারুল ফালাহ্ আলিম মাদ্রাসায় এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় জামায়াতের সদস্য আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার আমীর প্রভাষক মোঃ রাশেদুল হক।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন (বিএসসি), চিরিরবন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম আসাদ, সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, প্রবীণ সাংবাদিক ও প্রভাষক আফছার আলী খান প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। দেশের স্বার্থে তারা সত্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে"।
তিনি আরো বলেন, ‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুন। তাঁরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন"। দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর"।
তিনি সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে দেশের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় চিরিরবন্দর উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: