মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুর ভবদহের বিলপাড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে এইচএমবিডি ফাউন্ডেশনের সহযোগিতায় ও প্রাইড যশোরের আয়োজনে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫৫ পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ নুর ইসলাম।
মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ারের সভাপতিত্বে এবং প্রাইড যশোরের নির্বাহী পরিচালক উজ্জ্বল বালার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পোষ্টমাষ্টার খলিলুর রহমান খান, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উইনুস আলী, এইজিএফ এর নির্বাহী পরিচালক প্রভাষক দিপালী রাণী বকসি, সাংবাদিক ইউনুচ আলী, রিপন হোসেন সাজু, জয়নুল আবেদীন, জিএম ফিরোজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ১৫৫ অসহায় গরীব দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: