মনিরামপুরে ক্যান্সারে অবসরপ্রাপ্ত আর্মির সার্জেন্ট বজলুর রশিদ এর ইন্তেকাল

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪ ২১:২৭

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪ ২১:২৭

ছবি - দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর(যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে ক্যান্সারে অবসরপ্রাপ্ত আর্মির সার্জেন্ট বজলুর রশিদ মন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী—–রাজেউন)। শনিবার সকালে আনুমানিক ১১টার সময় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানাযায়, মনিরামপুর পৌর শহরের ৪নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের নিজ বাসভবনে তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আনুমানিক ১১টার সময় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার আছরের নামায শেষে ৫ টায় তার পৈত্রিক ভিটা আটপাকিয়া বেগমপুর স্বরুপ দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বজলুর রশিদ এর মৃত্যুর খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানানতে বাড়িতে ছুটে আসেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, বিএনপি নেতা খায়রুল,আবু তালেব সহ আত্মীয় স্বজন ও এলাকা বাসী।




আপনার মূল্যবান মতামত দিন: